পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো ওই ভৈরবী গান কে তুমি বসিয়া উদাস মূরতি বিষাদ-শাস্ত-শোভাতে । ভৈরবী তার গেয়োনাকে এই প্রভাতে— গৃহছাড়া এই পথিক-পরাণ তরুণ হৃদয় লোভাতে । মন-উদাসীন, ওই আশাহীন ওই ভাষাহীন কাকলি ব্যাকুল-পরশে সকল জীবন বিকলি’ ৷ চরণে বাধিয়া প্রেম-বান্তঘেরা তা শ্র-কোমল শিকলি । মিছে মনে হয় জীবনের ব্রত, মিছে মনে হয় সকলি । ফেলিয়া এসেছি, মনে করি, তা’রে ফিরে দেখে আসি শেষবার ; কাদিছে সে যেন এলায়ে আকুল কেশভার । ○○8