পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাও গাও তা’রা তা’রা র’বে 24 তাহাদের কাছে ঘরে যারা আছে পাষাণে পরাণ বাধিয়া, তাদের জীবনে তাদের বেদনে কাদিয়া । পড়ে ভূমিতলে ভাসে আঁখি-জলে নিজ সাধে বাদ সাধিয়া । উঠিতে চাহিছে পরাণ, তবুও পারে না তাহারা উঠিতে | পারে না ললিত লতার বাধন টুটিতে । পথ জানিয়াছে, দিবানিশি তবু পথপাশে রহে লুটিতে ! অলস বেদন করিবে যাপন অলস রাগিণী গাহিয়া, দূর আলোপানে আবিষ্টপ্রাণে চাহিয়া । মধুর রোদনে ভেসে যাবে তা’র দিবসরজনী বাহিয়া ! JNున) ভৈরবী গান