পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ধন্য হইল আর্ম ধৰ্ম্ম, ধন্য হইল গৌড় ” উৰ্দ্ধশ্বাসে পলায়ন— বাসায় ফিরিয়া সাহেব মেরেছি, বঙ্গবাসার কলঙ্ক গেছে ঘুচি ! মেজবাউ কোথা, ডেকে দাও তা’রে, কোথ। ছোকা, কোথা লুচি ! এখনো আমার তপ্ত রক্ত উঠিতেছে উচ্ছ,সি, তাড়াতাড়ি আজ লুচি না পাইলে কি জানি কি করে বসি । স্বামী যবে এল যুদ্ধ সারিয়া ঘরে নেই লুচি ভাজা ! আর্য্যনারীর এ কেমন প্রথা, সমুচিত দিব সাজ । যাজ্ঞবল্ক্য অত্রি হারীত জলে গুলে’ খেলে সবে । মারধোর করে হিন্দুধৰ্ম্ম রক্ষা করিতে হবে । ՎԶԳ Տ ধৰ্ম্ম প্রচার