পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কনে | বর । আজি মোর মন কি জানি কেমন, বসন্ত আজি মধুময়, আজি প্রাণ খুলে’ মালতী-মুকুলে বায় করে যায় অনুনয় । যেন আঁখি তেটি মোর পানে ফুটি’ আশাভরা দুটি কথা কয়, ও হৃদয় টুটে” যেন প্রেম উঠে নিয়ে অাধ লক্তি তাধি ভয় । তোমার লাগিয়া পরাণ জাগিয়। দিবস রজনী সার। হয়, কোন কাজে তব দিলে তা’র সব তারি লাগি যেন চেয়ে রয় ! জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন যৌবন করি ক্ষয় ? তোম। তরে, সখি, বল, করিব কি ? আরো কুল পাড়’ গোটাছয় ।— তবে যাই সখি, নিরাশা-কাতর শূন্য জীবন নিয়ে ! অ।মি চলে’ গেলে এক ফোটা জল পড়িবে কি আঁখি দিয়ে ? বসন্ত বায়ু মায়া-নিশ্বাসে বিরহ জ্বালাবে হিয়ে ? ○br8