পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদি কালের হৃদয়-উৎস হ'তে । আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নযনসলিলে মিলন-মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য-নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে । নিখিলের সুখ নিখিলের দুখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি । ২রা ভাদ্র, ১৮৮৯ ।