পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘদূত তপ্ত কপোলের তাপে ক্লান্ত কর্ণোৎপল মেঘের ছায়ার লাগি হতেছে বিকল ; ভ্ৰবিলাস শেখে নাই কা’রা সেই নারী জনপদ-বধুজন, গগনে নেহারি’ ঘনঘটা, উদ্ধনেত্ৰে চাহে মেঘপানে, ঘননাল ছায়া পড়ে সুনীল নয়ানে ; কোন মেঘশ্যামশৈলে মুগ্ধ সিদ্ধাঙ্গন স্নিগ্ধ নবঘন হেরি’ আছিল উন্মন। শিলাতলে, সহসা আসিতে মহা ঝড় চকিত চকিত হয়ে’ ভয়ে জড়সড় সম্বরি’ বসন, ফিরে গুতাশ্রয় খুজি, বলে “মাগে, গিরিশৃঙ্গ উড়াইল বুঝি ” কোথায় অবস্তিপুরী ; নির্বিবন্ধ্য তটিনী ; কোথা শিপ্রানদীনীরে হেরে উজ্জয়িনী স্বমহিমচ্ছায়া ; সেথা নিশি দ্বিপ্রহরে প্রণয়-চাঞ্চল্য ভুলি ভবন-শিখরে সুপ্ত পারাবত ; শুধু বিরহ-বিকারে রমণী বাহির হয় প্রেম-অভিসারে সূচিভেদ্য অন্ধকারে রাজপথ মাঝে কচিৎ-বিদ্যুতালোকে ; কোথা সে বিরাজে ব্ৰহ্মাবৰ্ত্তে কুরুক্ষেত্র ; কোথা কনখল, যেথা সেই জহ্ন-কন্যা যৌবন চঞ্চল, 8 ০৯