পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিরদিন যাপিতেছে বিরহিণী প্রিয় অনন্ত সৌন্দর্য্যমাঝে একাকী জাগিয়া ! আবার হারায়ে যায় ;–হেরি চারিধার বৃষ্টি পড়ে অবিশ্রাম ; ঘনায়ে আঁধার আসিছে নির্জন নিশা ; প্রান্তরের শেষে কেঁদে চলিয়াছে বায়ু অকুল উদ্দেশে। ভাবিতেছি অৰ্দ্ধরাত্রি অনিদ্র নয়ন, কে দিয়েছে হেন শাপ, কেন ব্যবধান ? কেন উদ্ধে চেয়ে কাদে রুদ্ধ মনোরথ ? কেন প্রেম আপনার নাহি পায় পথ ? সশরীরে কোন নর গেছে সেইখানে, মানস-সরসী-তীরে বিরহ-শয়ানে, রবিহীন মণিদীপ্ত প্রদোষের দেশে জগতের নদী গিরি সকলের শেষে ? ، د جلا ,ؤروz ټو 8X >