পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অহল্যার প্রতি লগ্ন হয়ে আছে তব নগ্ন গৌর দেহে মাতৃদত্ত বস্ত্রখানি সুকোমল স্নেহে । হাসে পরিচিত হাসি নিখিল সংসার । তুমি চেয়ে নিৰ্ণিমেষ ; হৃদয় তোমার কোন দূর কালক্ষেত্রে চলে গেছে একা আপনার ধূলি-লুপ্ত পদচিহ্নরেখা পদে পদে চিনে’ চিনে । দেখিতে দেখিতে চারিদিক হ’তে সব এল চারিভিতে জগতের পূর্ব পরিচয় ; কৌতুহলে সমস্ত সংসার ওই এল দলে দলে সম্মুখে তোমার ; থেমে গেল কাছে এসে চমকিয়া । বিস্ময়ে রহিল অনিমেষে । অপূৰ্ব্ব রহস্যময়ী মূৰ্ত্তি বিবসন, নবীন শৈশবে স্নাত সম্পূর্ণ যৌবন,— পূর্ণফুট পুষ্প যথা শ্যামপত্রপুটে শৈশবে যৌবনে মিশে উঠিয়াছে ফুটে একবৃন্তে । বিস্মৃতি-সাগর-নীলনীরে প্রথম উষার মত উঠিয়াছ ধীরে । 8>Q