পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায় অকুল সাগর মাঝে চলেছে ভাসিয়া জীবন-তরণী । ধীরে লাগিছে আসিয়া তোমার বাতাস, বহি’ তানি’ কোন দুর পরিচিত তার হ’তে কত সুমধুর পুষ্পগন্ধ, কত সুখস্থতি কত ব্যথা, আশাহীন কত সাধ, ভাষাহীন কথা । সম্মুখেতে তোমারি নয়ন জেগে আছে আসন্ন তাঁধার মাঝে অস্তাচল কাছে স্তির ধ্রুবতারাসম ; সেই অনিমেষ তাকর্ষণে চলেছি কোথায়, কোন দেশ কোন নিরুদেশ মাঝে । এমনি করিয়৷ চিহ্নহীন পথহীন অকূল ধরিয়া দূর হতে দূরে ভেসে যাব,—অবশেষে দাড়াইব দিবসের সবর্বপ্রান্ত দেশে এক মুহূৰ্বের তরে ;–সারাদিন ভেসে’ মেঘখণ্ড যথা রজনীর তীরে এসে দাড়ায় থমকি । ওগো বারেক তখন জীবনের খেলা রেখে করুণ নয়ন 8ミど