পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল দুদণ্ডের খোজ দেখাশুনা, ফুরাইবে খুজিবার স্থখ । বেলা নাই কথা কহিবারে যে কথা কহিতে ফাটে প্রাণ ; দেবতারে দুটো কথা বলে’ পূজার সময় অবসান । কাদিতে রয়েছে দীর্ঘ দিন, জীবন করিতে মরুময়, ভাবিতে রয়েছে চিরকাল, ঘুমাইতে অনন্ত সময় ।

  • =s*

ভিক্টর হুগো বেঁচেছিল, হেসে হেসে, খেলা করে বেড়াত সে, হে প্রকৃতি, তারে নিয়ে কি হ’ল তোমার ? শত রঙ-করা পার্থী তোর কাছে ছিল না কি ? কত তারা, বন, সিন্ধু, আকাশ অপার। জননীর কোল হ’তে কেন তবে কেড়ে নিলি । লুকায়ে ধরার কোলে ফুল দিয়ে ঢেকে দিলি । سوb(ع\