পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাত ভাই চম্পা সাতটি চাপা সাতটি গাছে, সাতটি চাপা ভাই ; রাঙা-বসন পারুল দিদি, তুলনা তার নাই । সাতটি সোনা চাপার মধ্যে সাতটি সোনা মুখ, পারুল দিদির কচি মুখটি কৰ্ত্তেছে টুকটুক । ঘুমটি ভাঙে পাখীর ডাকে রাতটি যে পোহালো, ভোরের বেলা চাপায় পড়ে চাপার মত আলো । শিশির দিয়ে মুখটি মেজে মুখখানি বের করে’, কি যে দেখচে সাত ভায়েতে সারা সকাল ধরে’ । দেখচে চেয়ে ফুলের বনে গোলাপ ফোটে-ফোটে, পাতায় পাতায় রোদ পড়েছে, চিকচিকিয়ে ওঠে । দোলা দিয়ে বাতাস পালায় দুষ্ট, ছেলের মত, লতায় পাতায় হেলাদোলা কোলাকুলি কত । গাছটি র্কাপে নদীর ধারে ছায়াটি কাপে জলে, ফুলগুলি সব কেঁদে পড়ে শিউলি গাছের তলে । ফুলের থেকে মুখ বাড়িয়ে দেখতেচে ভাই বোন, দুখিনী এক মায়ের তরে আকুল হ’ল মন । ○ >