পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল ছোট ছেলেরে তাদেরি মত ভুলে কি যেতে আছে ? তোমার মাঝে হৃদয় তারি বেঁধেছিল যে নীড়, ডালপালাতে সাধ গুলি তার কত করেছে ভিড় । মনে কি নেই সারাটা দিন বসিয়ে বাতায়নে, তোমার পানে রইত চেয়ে অবাক ছ-নয়নে ? তোমার তলে মধুর ছায়া তোমার তলে ছুটি, তোমার তলে নাচত বসে’ শালিখ পাখী দুটি । ভাঙা ঘাটে নাইত কা’র তুলত কা’রা জল, পুকুরেতে ছায়া তোমার করত টলমল । জলের উপর রোদ পড়েছে সোনামাখা মায়া, ভেসে বেড়ায় দুটি সে হাস দুটি হাসের ছায়া । ○ ど