পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল রবির আলো কদের খোজে পাতার ফাকে ফাঁকে ? গল্প যত ছিল যেন তোমার খোপে খাপে, পার্থীর সঙ্গে মিলেমিশে ছিল চুপেচাপে,— দুপুর বেলা নুপুর তাদের বাজত অনুক্ষণ, শুনে ছোট ভাই ভগিনীর আকুল হ’ত মন । ছেলেবেলায় ছিল তারা, কোথায় গেল শেষে । গেছে বুঝি ঘুমপাড়ানি মাসিপিসির দেশে ।