পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল কোথায় কে হারাইব—কোন রাত্রি বেলা কে কোথায় হইব অতিথি । তখন কি মনে র”বে হৃদিনের খেলা দরশের পরশের স্মৃতি । তাই মনে করে কি রে চোখে জল আসে একটুকু চোখের আড়ালে । প্রাণ যারে প্রাণের অধিক ভালবাসে সেও কি র’বে না এক কালে । আশা নিয়ে এ কি শুধু খেলাই কেবল— স্থখ দুঃখ মনের বিকার । ভালবাসা কাদে, হাসে, মোছে আশ্রমজল, চায়, পায়, হারায় তাবার । 업8