পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র ( > ) এত বড় এ ধরণী মহাসিন্ধু ঘেরা, তুলিতেছে আকাশ সাগরে,—— দিন-তুই হেথা রহি মোরা মানবেরা শুধু কি মা যাব খেলা করে” । তাই কি ধাইছে গঙ্গা ছাড়ি’ হিমগিরি, অরণ্য বহিছে ফুল ফল,— শত কোটি রবি তারা আমাদের ঘিরি’ গণিতেছে প্রতি দণ্ড পল । শুধু কি মা হাসি-খেলা প্রতি দিন রাত, দিবসের প্রত্যেক প্রহর । প্রভাতের পরে আসি নুতন প্রভাত লিখিছে কি একই অক্ষর । কানাকানি হাসাহাসি কোণেতে গুটীয়ে, অলস নয়ন নিৰ্মীলন, দণ্ড-দুই ধরণীর ধূলিতে লুটায়ে ধূলি হয়ে’ ধূলিতে শয়ন । a ○