পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল আনন্তের মাঝখানে দাড়াও মা আসি, চেয়ে দেখ আকাশের পানে, পড়,ক বিমল-বিভা, পূর্ণ রূপরাশি স্বগমুখী কমল-নয়ানে । আনন্দে ফুটিয়া ওঠ শুভ্ৰ সূর্য্যোদয়ে প্রভাতের কুহুমের মত, দাড়াও সায়াহ্নমাঝে পবিত্র হৃদয়ে মাথাখানি করিয়! তানত । শোন শোন উঠিতেছে হুগম্ভীর বাণী ধবনিতেছে তাকাশ পাতাল । বিশ্ব-চরাচর গাহে কাহারে বাখানি আদিহান অন্তহীন কাল । যাত্রা সবে ছুটিয়াছে শূন্ত্য পথ দিয়া, উঠিছে সঙ্গীত কোলাহল, ওই নিখিলের সাথে কণ্ঠ মিলাইয়৷ ম। আমরা যাত্রা করি চল । যাত্রা করি বৃথা যত অহঙ্কার হতে, যাত্রা করি ছাড়ি হিংসা দ্বেষ, যাত্রা করি স্বগময়ী করুণার পথে, শিরে ধরি’ সত্যের আদেশ । سنChb