পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রা করি মানবের হৃদয়ের মাঝে প্রাণে লয়ে’ প্রেমের আলোক, আয় মাগো যাত্রা করি জগতের কাজে তুচ্ছ করি নিজ দুঃখ শোক । জেনো মা এ সুখে-দুঃখে-আকুল সংসারে মেটে না সকল তুচ্ছ আশ, তা বলিয়া তাভিমানে অনন্ত র্তাহারে কোরো না কোরো না অবিশ্বাস । স্থখ বলে’ যাহা চাই সুখ তাহা নয়, কি যে চাই জানি না আপনি, ছে ওই, ওরে কোরো ভয়, তাধারে জুলি ভুজঙ্গের মাথার ও মণি । ক্ষুদ্র স্থখ ভেঙে যায় না সহে নিশ্বাস, ভাঙে বালুকার খেলাঘর, ভেঙে দিয়ে বলে’ দেয়, এ নহে আবাস, জীবনের এ নহে নির্ভর । সকলে শিশুর মত কত আবদার আনিছে তাহার সন্নিধান, পূর্ণ যদি নাহি হ’ল, অমনি তাহার ঈশ্বরে করিছে অপমান । ԳշՏ