পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র ( & ) চারিদিকে তর্ক উঠে সঙ্গ নাহি হয়, কথায় কথায় বাড়ে কথা । ংশয়ের উপরেতে চাপিছে সংশয় কেবলি বাড়িছে ব্যাকুলত । ফেনার উপরে ফেনা, ঢেউ পরে ঢেউ, গরজনে বধির শ্রবণ, তরী কোন দিকে তাছে নাহি জানে কেউ, হা হা করে আকুল পবন । এই কল্লোলের মাঝে নিয়ে এস কেহ পরিপূর্ণ একটি জীবন, নীরবে মিটিয়া যাবে সকল সন্দেহ, থেমে যাবে সহস্ৰ বচন । তোমার চরণে আসি মাগিবে মরণ লক্ষ্যহারা শত শত মত, যে দিকে ফিরাবে তুমি দুখানি নয়ন সেদিকে হেরিবে সবে পথ । (في سنb