পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসারের প্রলোভন যবে আসি হানে মধুমাখা বিষবাণী দুর্বল পরাণে, এ গান আপন সুরে মন তোর রাখে পুরে, ইষ্টমন্ত্রসম সদা বাজে তোর কানে । আমার এ গান যেন সুদীর্ঘ জীবন তোমার বসন হয় তোমার ভূষণ । পৃথিবীর ধূলিজাল করে দেয় অন্তরাল তোমারে করিয়া রাখে সুন্দর শোভন । আমার এ গান যেন নাহি মানে মানা, উদার বাতাস হয়ে এলাইয়া ডানা, সৌরভের মত তোরে নিয়ে যায় চুরি করে’, খুজিয়া দেখাতে যায় স্বগের সীমানা । এ গান যেনরে হয় তোর ধ্রুবতারা, অন্ধকারে অনিমেষে নিশি করে সারা । তোমার মুখের পরে জেগে থাকে স্নেহভরে অকুলে নয়ন মেলি দেখায় কিনারা । レーq