পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত

প্রতিদিন কত শত পাখী গান গায়,
গান তার শূন্যেতে মিশায়।
ভেসে যায় শত ফুল, ভেসে যায় বাস,
ভেসে যায় শত শত গান—
তারি সাথে, তারি মাঝে দেহ এলাইয়া
ভেসে যাবি তুই মোর প্রাণ।
তুই ফুরাইয়া গেলে গান ফুরাইবে,
কত সহে সঙ্গীতের প্রাণে।
আবার নূতন কবি এই উপবনে,
আসিয়া বসিবে এইখানে।
তোরি মত রহিবে সে পূরবে চাহিয়া,
দেখিবে সে ঊষার বিকাশ,
অমনি আপনা হতে হৃদয় উথলি
উঠিবেক গানের উচ্ছ্বাস।
তুই যাবি, সেও যাবে, একেকটি পাখী,
একেকটি সঙ্গীতের কণা,
তা বলিয়া—যত দিন রবি শশী আছে
জগতের গান ফুরাবে না;
তবে আর কিসের ভাবনা,
গারে গান প্রভাত-কিরণে।
যারা তোর প্রাণসখা, যারা তোর প্রিয়তম
ওই তারা কাছে বসে শোনে।

১০৮