পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অনন্ত মরণ

একটি নিমেষ তুচ্ছ শত মরণের গুচ্ছ,
নাম নিয়ে এত কোলাহল!
মরণ বাড়িবে যত জীবন বাড়িবে তত,
পলে পলে উঠিব আকাশে,
নক্ষত্রের কিরণ-নিবাসে।

ভাবিতেছি কল্পনায়, কত কাল গেছে চলে,
বয়ঃক্রম সহস্র বরষ,
মরণের স্তরে স্তরে অতি দীর্ঘ—দীর্ঘ প্রাণ
কোন্ শূন্য করেছে পরশ!
হয়ত গিয়েছি আমি জ্যোতিষ্কের পথ বেয়ে
কোন্ দূর গ্রহের মাঝারে,
জীবনের সূত্রখানি পৃথিবীরে পরশিয়া
চলে গেছে বৃহস্পতি-পারে।
শুধু দেখিতেছি চেয়ে সুদীর্ঘ ভ্রমণ-ক্ষেত্রে,
অতীতের দিগন্তের পানে,
অতিক্ষীণ দেখা যায় পৃথিবী জ্যোতির কণা
জড়িত রয়েছে সেইখানে।
তারি পানে কতক্ষণ চাহিয়া চাহিয়া শেষে
হয়ত সহসা কি কারণে,
আজিকার যে মুহূর্তে এত কথা ভাবিতেছি
এ মুহূর্ত্ত পড়িবে স্মরণে।

১১৫