পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অনন্ত মরণ

এস তুমি এস কাছে, স্নেহ-কোলে লও তুমি
পিয়াও তোমার মাতৃস্তন,
আমাদের করহে পালন।
বাড়িব তোমার স্নেহে, নব বল পাব দেহে,
ডাকিব হে জননী বলিয়া,
তোমার অঞ্চল ধরি জগতের খেলাঘরে
অবিরাম বেড়াব খেলিয়া।
হেথা নাবি হোথা উঠি করিব রে ছুটাছুটি,
বেড়াইব তারায় তারায়,
সুকুমার বিদ্যুতের প্রায়।
আনন্দে পূরেছে প্রাণ, হেরিতেছি এ জগতে
মরণের অনন্ত উৎসব,
কার নিমন্ত্রণে মোরা মহাযজ্ঞে এসেছিরে
উঠেছে বিপুল কলরব!

যে ডাকিছে ভালবেসে, তারে চিনিসনে শিশু?
তার কাছে কেন তোর ডর,
জীবন যাহারে বলে মরণ তাহারি নাম,
মরণ ত নহে তোর পর।
আয় তারে আলিঙ্গন কর,
আয়, তার হাত খানি ধর।


১১৯