পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পুনর্ম্মিলন

নবীন রবির আলো,
সে যে কি লাগিত ভালো,
সর্ববাঙ্গে সুবর্ণ সুধা অজস্র পড়িত ঝরে,
প্রভাত-ফুলের মত ফুটায়ে তুলিত মোরে

এখনো সে মনে আছে
সেই জানালার কাছে
বসে থাকিতাম এক জনহীন দ্বিপ্রহরে।
অনন্ত আকাশ নীল,
ডেকে চলে যেত চিল
জানায়ে সুতীব্র তৃষা সুতীক্ষ করুণস্বরে।

পুকুর গলির ধারে,
বাঁধাঘাট এক পারে,
কত লোক যায় আসে, স্নান করে, তোলে জল;
রাজহাঁস তীরে তীরে
সারাদিন ভেসে ফিরে,
ডানা দুটি ধুয়ে ধুয়ে করিতেছে নিরমল।

পূর্ববধারে বৃদ্ধবট,
মাথায় নিবিড় জট,
ফেলিয়া প্রকাণ্ড ছায়া দাঁড়ায়ে রহস্যময়।

১২১