পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


তখনি খুঁজিতে যাই কাননে কাননে,
ভ্রমি আমি গুহায় গুহায়,
ছুটি আমি শিখরে শিখরে,
হেরি আমি হেথায় হোথায়।
যখনি ডাকিরে তোরে কাতর হইয়া
দূর হতে দিস্ তুই সাড়া,
অমনি সে দূরপানে যাই আমি ছুটে,
কিছু নাই মহাশূন্য ছাড়া।
অয়ি প্রতিধ্বনি,
কোথা তোর ঘুমের কুটীর,
কোথা তোর স্বপনের পাড়া!

চিরকাল—চিরকাল—তুই কিরে চিরকাল
সেই দূরে র'বি,
আধ সুরে গাবি শুধু গীতের আভাস,
তুই চির-কবি?
দেখা তুই দিবি না কি? না হয় না দিলি,
একটি কি পূরাবি না আশ,
কাছে হতে একবার শুনিবারে চাই
তোর গীতোচ্ছাস।
অরণ্যের, পর্বর্বতের, সমুদ্রের গান,
ঝটিকার বজ্রগীতস্বর,

১৩০