পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সৃষ্টি স্থিতি প্রলয়


একবার ছেড়ে দাও, দেব,
অনন্ত এ আকাশ-মাঝারে!”
জগতের আত্মা কহে কাঁদি
“আমারে নূতন দেহ দাও।
প্রতিদিন বাড়িছে হৃদয়,
প্রতিদিন বাড়িতেছে আশা,
প্রতিদিন টুটিতেছে দেহ,
প্রতিদিন ভাঙিতেছে বল!
গাও দেব মরণ-সঙ্গীত
পাব মোরা নূতন জীবন।”
জগৎ কাঁদিল উচ্চরবে
জাগিয়া উঠিল মহেশ্বর
তিনকাল ত্রিনয়ন মেলি
হেরিলেন দিক্ দিগন্তর।

প্রলয়-পিনাক তুলি করে ধরিলেন শূলী,
পদতলে জগৎ চাপিয়া,
জগতের আদিঅন্ত থরথর থরথর
একবার উঠিল কাঁপিয়া।
পিনাকেতে পূরিলা নিশ্বাস,
ছিঁড়িয়া পড়িয়া গেল,
জগতের সমস্ত বাঁধন।

১৫১