পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


আমারি প্রাণ হাসিতে ছেয়ে
জাগিছে উষা তরুণ-মেয়ে,
করুণ আঁখি করিছে প্রাণে
অরুণ-সুধা দান।
আমারি বুকে প্রভাতবেলা
ফুলের মিলি করিছে খেলা,
হেলিছে কত, তুলিছে কত,
পুলকে ভরা মন,
আমারি তোরা বালিকা মেয়ে
আমারি স্নেহধন।
আমারি মুখে চাহিয়া তোর
আঁখিটি ফুট্‌ফুটি!
আমারি বুকে আলয় পেয়ে
হাসিয়া কুটিকুটি!
কেনরে বাছা,কেনরে হেন
আকুল কিলিবিলি,
কি কথা যেন জানাতে চাস্
সবাই মিলি মিলি।
হেথায় আমি রহিব বসে,
আজি সকাল-বেলা,
নীরব হয়ে দেখব চেয়ে
ভাই বোনের খেলা।

১৭৪