পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


মেঘে কভু পড়ে রেখা, ফুলে কভু দেয় দেখা,
প্রাণে কভু বহে চলে যায়।
আজ তারা এসেছেরে কাছে,
এর চেয়ে শোভা কিবা আছে!
কেহ নাহি করে ডর, কেহ নাহি ভাবে পর,
সবাই আমাকে ভালবাসে,
আগ্রহে ঘিরিছে চারিপাশে।

এসেছিস্ তোরা যত জনা
তোদের কাহিনী আজি শোনা।
যার যত কথা আছে খুলে বল্ মোর কাছে,
আজ আমি কথা কহিব না।
আয় তুই, কাছে আয়, তোরে মোর প্রাণ চায়,
তোর কাছে শুধু বসে রই,
দেখি শুধু, কথা নাহি কই।
ললিত পরশে তোর পরাণে লাগিছে ঘোর,
চোখে তোর বাজে বেণু বীণা;
তুই মোরে গান শুনাবি না?
জেগেছে নূতন প্রাণ, বেজেছে নূতন গান,
ওই দেখ পোহায়েছে রাতি।
আমারে বুকেতে নেরে, কাছে আয়, আমি যেরে
নিখিলের খেলাবার সার্থী।

১৭৮