পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গান আরম্ভ

ডাকি তোরে, আয়রে হেথায়,
সাধের কবিতা তুই আয়!
চারিদিকে খেলিতেছে মেঘ,
বায়ু আসি করিছে চুম্বন,
সীমা-হারা নভস্তল দুই বাহু পসারিয়া
হৃদয় করিছে আলিঙ্গন।

অনন্ত এ আকাশের কোলে
টলমল মেঘের মাঝার,
এইখানে বাঁধিয়াছি ঘর
তোর তরে, কবিতা আমার।
যবে আমি আসিব হেথায়
মন্ত্র পড়ি ডাকিব তোমায়।
মেঘেতে মেঘেতে মিলে মিলে
হেলে দুলে বাতাসে বাতাসে,
হাসিহাসি মুখখানি করি’
নামিয়া আসিবি মোর পাশে।