পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান


পশ্চাতে ব্যাপিয়া দিশি,  তামসী তাপসী নিশি
ধ্যান করে মুদিয়া নয়ন।
শিবের জটার ’পরে  যথা সুরধুনী ঝরে
তারাচুর্ণ রজতের স্রোতে,
তেমনি কিরণ লুটে  সন্ন্যাসীর জটাজূটে
পূরব-আকাশ-সীমা হতে।
বিমল আলোক হেন  ব্রহ্মলোক হতে যেন
ঝরে তাঁর ললাটের কাছে,
মর্ত্যের তামসী নিশি,  পশ্চাতে যেতেছে মিশি
নীরবে নিস্তব্ধ চেয়ে আছে।
সুদূর সমুদ্র-নীরে,  অসীম আঁধার তীরে
একটুকু কনকের রেখা,
কি মহা রহস্যময়,  সমুদ্রে অরুণোদয়
আভাসের মত যায় দেখা।
চরাচর ব্যগ্র প্রাণে,  পূরবের পথপানে
নেহারিছে সমুদ্র অতল,
দেখ চেয়ে মরি মরি,  কিরণ-মৃণালপরি
জ্যোতির্ম্ময় কনক কমল।


২১২