পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



পূর্ণিমায়


যাই—যাই—ডুবে যাই—
আরো—আরো ডুবে যাই—
বিহবল অবশ অচেতন—
কোন্ খানে, কোন্ দূরে,
নিশীথের কোন্ মাঝে,
কোথা হয়ে যাই নিমগন!
হে ধরণী, পদতলে
দিও না দিও না বাধা
দাও মোরে দাও ছেড়ে দাও—
অনন্ত দিবস নিশি,
এমনি ডুবিতে থাকি
তোমরা সুদূরে চলে চাও —
এ কি রে উদার জ্যোৎস্না,
এ কি রে গভীর নিশি,
দিশে দিশে স্তব্ধতা বিস্তারি।
আঁখি দুটি মুদে গেছে
কোথা আছি কোথা নামি
কিছু যেন বুঝিতে না পারি

২৪৪