পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিশীথ জগৎ



“আয় মা, আয় মা, ওরে কোথা চলে গেলি,
মোরে নে মা কোলে।”
মা আমনি চমকিয়া “বাছা বাছা” বলে ছোটে,
দেখিতে না পায়,
শুধু সেই অন্ধকারে মা মা ধ্বনি পশে কানে
চারিদিকে চায়।

সহসা সমুখ দিয়া কে গেল ছায়ার মত,
লাগিল তরাস,
কে জানে সহসা যেন কোথা কোন দিক হতে
শুনি দীর্ঘশ্বাস!
কে বসে রয়েছে পাশে? কে ছুঁইল দেহ মোর
হিম-হস্তে তার?
ওকি ও? একিরে শুনি! কোথা হতে উঠিলরে
ঘোর হাহাকার?
ওকি হোথা দেখা যায়— ওই দূরে—অতি দূরে
ও কিসের আলো?
ওকি ও উড়িছে শূন্যে? দীর্ঘ নিশাচর পাখী?
মেঘ কালো কালো?

এই আঁধারের মাঝে কত না অদৃশ্য প্রাণী
কাঁদিছে বসিয়া

২৫৩