পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ এ দীর্ঘ পরাণ মোর সঙ্কুচিত করে পারি কি এদের সাথে মিশিতে আবার ! কি ঘোর স্বাধীন আমি, কি মহা অালয় ! জগতের বাধা নাই—শূন্তে করি বাস । তৃতীয় দৃশু অপরাহ 어에 পথিক । পান্থগণ—সরে যাও—হের, আসিতেছে বালিকার প্রবেশ ১ম পথিক । ছু সনে ছুস্নে মোরে— ২য় পথিক । সরে যা অশুচি ৩য় পথিক। হতভাগী জানিস্নে রাজপথ দিয়ে আনাগোনা করে যত নগরের লোক— স্লেচ্ছকন্যা, তুই কেন চলিস্ এ পথে ! (বালিকার পথপাশ্বে বৃক্ষতলে সরিয়া যাওন ) ՀԳԵ