পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ কন্ত । জননী। বালিকা । সন্ন্যাসী । বালিকা । সন্ন্যাসী । বালিকা । সন্ন্যাসী । বালিকা । সন্ন্যাসা । বালিকা । সন্ন্যাসী । ও কেও মা ! ও কেউ না, সরে আয় বাছা । ( প্রস্থান । এ কি কেউ না মা, এ কি নিতান্ত অনাথ ! এর কি মা ছিল না গো ! ওমা, কোথা তুমি ! (সন্ন্যাসীকে দেখিয়া ) প্রভু কাছে যাব আমি ? এস বৎসে, এস । অনার্য্য অশুচি আমি । ( হাসিয়া ) সকলেই তাই । সেই শুচি ধুয়েছে যে সংসারের ধূলা । দূরে দাড়াইয়া কেন ? ভয় নাই বাছা । (চমকিয়) ছুয়ে না, ছুয়ো না, আমি রঘুর দুহিতা । নাম কি তোমার বৎসে ? কেমনে বলিব ? কে আমারে নাম ধরে ডাকিবে প্রভুগো বাল্যে পিতৃমাতৃহীনা আমি । বস হেথা । ( কাদিয়া উঠিয়া ) প্রভু, প্রভু, দয়াময়, তুমি পিতা মাতা, একবার কাছে তুমি ডেকেছ যখন আর মোরে দূর করে দিয়ে না কখনো । মুছ অশ্রুজল বৎসে, আমি যে সন্ন্যাসী । շԵ o