পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ অtশয় কেবল আছে আপনার মাঝে । আমি ছাড়া যাহা কিছু সকলি সংশয় । আপনারে খুজে লও ধর তারে বুকে, নহিলে ডুবিতে হবে সংশয়-পাথারে। পথিক। আশ্রয় কে দেবে মোরে ? আশ্রয় কোথায় ? বালিকা । ( বাহিরে আসিয়া ) আহা, কে গো, আসিবে কি এ মোর কুটীরে ? কাল প্রাতে চলে যেয়ে শ্রান্তি দূর করে। এক পাশে পণশয্যা রেখেছি বিছায়ে, এনে দেব ফলমূল, নিঝরের জল । পথিক। কে তুমি গো ? বালিকা । তোমাদেরি একজন অমি। পথিক। পিতার কি নাম তব ? কে তুমি বালিক ? বালিকা। পরিচয় না পেলে কি আসিবে না ঘরে ? তবে শুন পরিচয়—রঘু পিতা মম অনাৰ্য্যা অশুচি আমি, বিশ্বের ঘৃণিত। পথিক। ( চমকিয়া) রঘুর দুহিতা তুমি ? সুখে থাক বাছা । কাজ আছে অন্যত্তরে ত্বরা যেতে হবে । একটা খাট মাথায় হাসিতে হাসিতে পথে একদল লোকের প্রবেশ সকলে মিলিয়া । হরি বোল—হরি বোল । Հե8