পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ বিন্দে । দোহাই বাবা, আমি মরিনি ! তোমাদের পায়ে পড়ি বাবা, আমি মরিনি । ১। আচ্ছা আগে প্রমাণ কর তুই মরিস্নি। বিন্দে । হা, আমি প্রমাণ করে দেব’, আমার স্ত্রীর হাতে শাকা আছে দেখবে চল । ২। না, তা’না, ওকে মার, দেখি ওর লাগে কি না। ৩ । ( মারিয়া ) লাগচে ? বিন্দে । উঃ ! ৪ । এটা কেমন লাগল ? বিন্দে । ও বাবা । ৫ । এটা কেমন । বিন্দে। তুমি আমার ধৰ্ম্মবাপ! (সহসা ছুটিয়া পলায়ন ও হাসিতে হাসিতে সকলের অনুগমন ) সন্ন্যাসী। আহা শ্রান্তদেহে বালা ঘুমিয়ে পড়েছে। ভুলে গেছে সংসারের অনাদর জ্বালা । কঠিন মাটিতে শুয়ে, শিরে হাত দিয়ে ঘুমের মায়ের কোলে রয়েছে আরামে । যেন এই বালিকার ছোট হাত দুটি হৃদয়েরে অতি ধারে করিছে বেষ্টন। পালা, পালা, এই বেলা, পালা এই বেলা । ঘুমিয়েছে, এই বেলা ওঠরে সন্ন্যাসী । ミb"や