পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ আমার বুকের কাছে লুকাইতে চায়। আহা, তবে নেবে আয় । থাক মুখ ঢেকে । বুকের মাঝেতে তবে থাক লুকাইয়া। এ কি স্নেহ ? আমি কি রে স্নেহ করি এরে ? না না ! স্নেহ কোথা মোর, কোথা দ্বেষ ঘৃণা ? কাছে যদি আসে কেহ তাড়াব না তারে, দূরে যদি থাকে কেহ ডাকিব না কাছে। (প্রকাশ্বে) বাছা, এ আঁধারে তুই কেমনে রহিবি, তোরা সব ছোট ছোট আলোকের প্রাণী । কুটীর রয়েছে তোর নগরের মাঝে, সেথা আছে লোকজন, গাছপালা পাখী ; হেথায় কে আছে তোর ! বালিকা । তুমি আছ পিতা। যে স্নেহ দিয়েছ তুমি তাই নিয়ে র’ব। সন্ন্যাসী । ( হাসিয়া স্বগত) বালিকা কি মনে করে স্নেহ করি ওরে ? হায় হায় এ কি ভ্ৰম ! জানে না সরলা নিষ্কলঙ্ক এ হৃদয় স্নেহ-রেখাহীন । তাই মনে করে যদি সুখে থাকে, থাক । মোহ নিয়ে ভ্ৰম নিয়ে বেঁচে থাকে এরা । ૨જે >