পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ হেথায় বসি না কেন রাজার মতন, জগতের রঙ্গভূমি সম্মুখে আমার ; আমি আজি প্রভু তোর, তুই দাসী মোর, মায়াবিনী দেখা তোর মায়া-অভিনয়, দেখা তোর জগতের মহা ইন্দ্রজাল । খেলা কর সমুখেতে চন্দ্র সূৰ্য্য নিয়ে, নীলাকাশ রাজছত্র ধর মোর শিরে, সমস্ত জগৎ দিয়ে কর মোর পূজা । উঠুকরে দিবানিশি সপ্তলোক হতে বিচিত্র রাগিণীময়ী মায়াময়ী গাথা । অার একদল পথিকের প্রবেশ গান মরিলো মরি, আমায় বঁশিতে ডেকেছে কে ! ভেবেছিলেম ঘরে র’ব কোথাও যাব না, ঐ যে বাহিরে বাজিল বাশি বল কি করি ! শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে, সাঁঝের বেলা বাজে বাশি ধীর সমীরে, ওগো তোরা জানিস যদি পথ বলে দে । আমায় বঁশিতে ডেকেছে কে । <ልዓ