পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী । দেখিগে তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, তারে বলে আসি তোমার বঁাশি প্রাণে বেজেছে । আমায় বঁশিতে ডেকেছে কে ! জগৎ সম্মুখে মোর সমুদ্রের মত, আমি তীরে বসে আছি পৰ্ব্বত-শিখরে, তরঙ্গেতে গ্ৰহতার হতেছে আকুল, ভাসিতেছি কোটি প্রাণী জীর্ণ কাষ্ঠ ধরি আমি আমি শুধু শুনিতেছি কলধ্বনি তার, শুধু দেখিতেছি তরঙ্গের খেলা । কিরণ-কুন্তল-জাল এলায়ে চৌদিকে রুদ্রতালে নৃত্য করে এ মহা প্রকৃতি । उषांहळ् কি, আঁধার, ছায়া, জীবন, মরণ, রাত্রি, দিন, আশা, ভয়, উথান, পতন, এ কেবল তালে তালে পদক্ষেপ তার । শত গ্রহ, শত তারা, শত কোটি প্রাণী প্রতি পদক্ষেপে তার জন্মিছে মরিছে । অামিত ওদের মাঝে কেহ নই আর তবে কেন এই নৃত্য দেখি না বসিয়া ! ૨ જાઝ