পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ > | & X | 2 R | তাঁখি মেলি চারিদিকে করিব ভ্ৰমণ ভালবেসে চাহিব এ জগতের পানে তবে ত দেখিতে পাব স্বরূপ ইহার । দুই জন পথিকের প্রবেশ আর কতদূরে যাবি, ফিরে যা রে ভাই । আয় ভাই এইখানে কোলাকুলি করি। কে জানে আবার কবে দেখা তবে ফিরে । আবার আসিব ফিরে যত শীঘ্ৰ পারি । যাবে যদি, একবার দাড়াও হেথায় । একবার ফিরে চাও নগরের পানে । ওই দেখ দূরে ওই গৃহটি তোমার, চারিদিকে রহিয়াছে লতিকার বেড়া, ওই সে অশোক গাছ বামে উঠিয়াছে, ওই তরুতলে বসে আমরা দুজনে কত রাত্রি জোছনাতে কথা কহিয়াছি — দুদিনের এ বিরহ ত্বরায় ফুরাবে আনন্দের মাঝে পুনঃ হইবে মিলন ! মনে যেন রেখে সখা সুদূর প্রবাসে, পুরাতন এ বন্ধুরে ভুলিও না যেন । দেবতা রাখুন সুখে আর কি কহিব। ( প্রস্থান )