পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ন্যাসী । প্রকৃতির প্রতিশোধ তাহা যেতে যেতে দোহে চায় ফিরে ফিরে, তাশ্রমজলে ভালো করে দেখিতে না পায় । বিপুল জগৎ মাঝে দিগন্তের পানে সখী ওর কোথা গেল, কে জানে কোথায় । এ কি সংশয়ের দেশে রয়েছি আমরা চোখের আড়ালে হেথা সবি অনিশ্চয় । বারেক যে কাছে হতে দূরে চলে গেল, হয় ত সে কাছে ফিরে আর তাসিবে না । তাই সদা চোখে চোখে রেখে দিতে চাই, তাই সদা টেনে নিই বুকের মাঝেতে । কোথা কে অদৃশ্য হয় চারিদিক হতে যাহা কিছু বাকি থাকে ভয়ে তাহাদের আরো যেন দৃঢ় করে ধরি জড়াইয়া । সবাই চলিয়া যায় ভিন্ন ভিন্ন দিশে অসীম জগতে মোরা কে কোথায় থাকি, মাঝে লোক লোকান্তের ব্যবধান পড়ে। তবু কি গলায় দিবি মোহের বন্ধন, স্থখ দুঃখ নিয়ে তবু করিবি কি খেলা, যে রবে না তবু তারে রাখিবারে চাস । ওরে আমি প্রতিদিন দেখিতেছি যেন, কে আমারে অবিরত আনিতেছে টেনে — প্রতিদিন যেন আমি ঘুরিয়া ঘুরিয়া \Do ch