পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালিকা । সন্ন্যাসী । প্রকৃতির প্রতিশোধ কিছুতেই যাবে না সে, ফিরে ফিরে আসে, একটু মনের মাঝে স্থান পেতে চায়। নিৰ্ভয়ে গা ঢেলে দিয়ে সংসারের স্রোতে এরা সবে কি আরামে চলেছে ভাসিয়া ! যে যাহার কাজ করে, গৃহে ফিরে যায়, ছোট ছোট সুখে দুঃখে দিন যায় কেটে । আমি কেন দিবানিশি প্রাণপণ করে যুঝিতেছি সংসারের স্রোত-প্রতিকূলে । পেরেছি কি এক তিল অগ্রসর হতে ? বিপরীতে মুখ শুধু ফিরাইয়া আছি, উজানে যেতেছি বলে হইতেছে ভ্ৰম, পশ্চাতে স্রোতের টানে চলেছি ভাসিয়া, সবাই চলেছে যেথা ছুটেছি সেথাই । দরিদ্র বালিকার প্রবেশ ওগো, দয়া কর মোরে আমি অনাথিনী । ( সহসা চমকিয়া উঠিয়া ) কেরে তুই ? কেরে বাছা ? কোথা হতে এলি ? অনাথিনী ? তুইও কি তারি মত তবে ? তোরেও কি ফেলে কেউ গিয়েছে পলায়ে ? তারেই কি চারিদিকে খুজিয়া বেড়াস্ ? বৎসে, কাছে আয় তুই—দেরে পরিচয় ! ○oごs)