পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ কন্যা । ( মাকে টানিয়া ) মাগো ঘরে চল । স্ত্রী। তবে প্রণাম ঠাকুর। (সকলের প্রস্থান) সন্ন্যাসী। যাও বাছ, স্থখে থাক আশীর্ববাদ করি। বসে বসে কি দেখি এ, এই কি রে সুখ ? লঘু সুখ লঘু আশা বাহিয়া বাহিয়া সংসার-সাগরে এরা ভাসিয়া বেড়ায়, তরঙ্গের নৃত্য সনে নৃত্য করি করি। ছু দিনেতে জীর্ণ হবে এ ক্ষুদ্র তরণী, আশ্রয়ের সাথে কোথা মজিবে পাথারে। আমি ত পেয়েছি কুল অটল পর্বতে, নিত্য যাহা তারি মাঝে করিতেছি বাস । আবার কেনরে হোথা সন্তরণ সাধ ? ওই অশ্রু-সাগরের তরঙ্গ-হিল্লোলে আবার কি দিবানিশি উঠিবি পড়িবি ? (চক্ষু মুদিয়া ) হৃদয়রে, শান্ত হও, যাক সব দূরে। যাক দূরে, যাক চলে মায়া-মরীচিকা । এস এস অন্ধকার, প্রলয়-সমুদ্রে তপ্তদীপ্ত দগ্ধ প্রাণ দাও ডুবাইয়া । অকূল স্তব্ধতা এস চারিদিকে ঘিরে কোলাহলে কণ মোর হয়েছে বধির । ○>ミ