পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী । কোথা যাব—কোথা যাব—কোন অন্ধকারে— জগতের কোন প্রান্তে—নিশীথের বুকে— ধরণীর কোন ঘোর—ঘোর গর্ভতলে— এ ধবনি কোথায় গেলে পশিবে না কানে ! যাই ছুটে আরো—আরো অরণ্যের মাঝে— মহাকায় তরুদের জটিলতা মাঝে দিগ্বিদিক হারাইয়া মগ্ন হয়ে যাই । চতুর্দশ দৃশু) প্রভাত (অরণ্য হইতে ছুটিয়া বাহিরে আসিয়া ) যাক, রসাতলে যাক সন্ন্যাসীর ব্রত ! দূর কর, ভেঙে ফেল দণ্ড কমণ্ডলু ! আজ হতে আমি আর নহিরে সন্ন্যাসী পাষাণ সঙ্কল্লভার দিয়ে বিসর্জন আনন্দে নিশ্বাস ফেলে বাচি একবার । হে বিশ্ব, হে মহাতরী চলেছ কোথায়, আমারে তুলিয়া লও তোমার আশ্রয়ে— একা আমি সাতারিয়া পারিব না যেতে । ○>b"