পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
১৩

সজনি গাে-
শাঙন গগনে ঘাের ঘনঘটা
নিশীথ যামিনীরে।
কুঞ্জপথে সখি, কৈসে যাওব
অবলা কামিনীরে।
উন্মাদ পবনে যমুনা তর্জিত
ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত পথতরু লুষ্ঠিত,
থরহর কম্পিত দেহ।
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্‌
বরখত নীরদপুঞ্জ।
শাল পিয়ালে তাল তমালে
নিবিড় তিমিরময় কুঞ্জ।
কহরে সজনী এ দুরুযােগে
কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশি কাহে বজায়ত
সকরুণ রাধা নাম।
সজনি—
মােতিম হারে বেশ বনা দে
সীথি লগা দে ভালে।

৩৪৯