পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

বক্ষ-বিলুষ্ঠিত লােল চিকুর মম
বাঁধহ চম্পক মালে।
খােল দুয়ার ত্বরা করি সখিরে,
ছােড় সকল ভয়লাজে,
হৃদয়-বিহঙ্গম ঝটপট করতহি
পঞ্জর-পিঞ্জর মাঝে।
গহন রয়নমে ন যাও বালা
নওল কিশােরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব
কহে ভানু তব দাস।


৩৫০