পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
১৬

মরণরে,
তুঁহুঁ মম শ্যাম সমান।
মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট
রক্ত কমল কর, রক্ত অধর-পুট,
তাপ-বিমােচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান।
তুঁহুঁ মম শ্যাম সমান।
মরণরে,
শ্যাম তোহারই নাম,
চির বিসরল যন্ নিরদয় মাধব
তুঁহুঁ ন ভইবি মােয় বাম।
আকুল রাধা রিঝ অতি জরজর,
ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর,
তুহু মম মাধব, তুহু মম দোসর,
তুহু মম তাপ ঘুচাও,
মরণ তু আওরে আও।
ভুজপাশে তব লহ সম্বােধয়ি,
আঁখিপাত মঝু আসব মােদয়ি
কোর উপর তুঝ বরাদয়ি রােদয়ি
নীদ ভরব সব দেহ।
তুহু নহি বিসরবি, তুহু নহি ছােড়বি,

৩৫৫