পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,
চরণ-কমলযুগ ছোঁয়।
কো তুঁহুঁ বােলবি মােয়?

গােপবধূজন বিকশিত-যৌবন,
পুলকিত যমুনা, মুকুলিত উপবন,
নীল নীরপর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খােয়।
কো তুঁহুঁ বােলবি মােয়?

তৃষিত আঁখি, তব মুখপর বিহরই,
মধুর পরশ তব, রাধা শিহরই
প্রেম-রতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থােয়।
কো তুঁহুঁ বােলবি মােয়?

কো তুঁহুঁ কো তুঁহুঁ সব জন পুছয়ি,
অনুদিন সঘন নয়নজল মুছয়ি,
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি
জনম চরণপর গােয়।
কো তুঁহুঁ বােলবি মােয়?


৩৫৮