পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অনুগ্রহ

তাহারি হাসি ও অশ্রুজল
এ প্রাণের বসন্ত বরষা।

ভালবাসি, আর গান গাই
কবি হয়ে জন্মেছি ধরায়,
রাত্রি এত ভাল নাহি বাসে,
ঊষা এত গান নাহি গায়।
তাই দিয়ে কি নিয়েছি আমি,
গান গেয়ে কি পাইনু, স্বামী?
আগ্নের-পর্বত-ভরা ব্যথা,
আর দুটি অনুগ্রহ-কথা?

ভালবাসা স্বাধীন মহান্,
ভালবাসা পর্বত সমান।
ভিক্ষাবৃত্তি করে না তপন
পৃথিবীরে চাহে সে যখন;
সে চাহে উজ্জ্বল করিবারে,
সে চাহে উর্বর করিবারে;
জীবন করিতে প্রবাহিত,
কুসুম করিতে বিকশিত।
চাহে সে বাসিতে শুধু ভালো,
চাহে সে করিতে শুধু আলো।

৪১