পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আবার


বায়ু হেথা দেয় আনি কোমল পরশখানি
যখনি সে পায় অবকাশ,
প্রভাত যখনি ফুটে, আলোক সে জেগে উঠে,
অমনি সে আসে মোর পাশ;
দুই বাহু প্রসারিয়া, আমারে বুকেতে নিয়া
কত শত বারতা শুধায়,
সখী মোর প্রভাতের বায়।
আকাশেতে তুলে আঁখি বাতায়নে বসে থাকি
নিশি যবে পোহায় পোহায়;
উষার আলোকে হারা সখী মোর শুকতারা
পূরবের স্বর্ণ বাতায়নে
নীরবে চাহিয়া রহে, নীরব নয়নে কহে
“ভালো হল দেখা তোমা সনে।”


ধীরে ধীরে সন্ধ্যার বাতাস
প্রতিদিন আসে মোর পাশ।
অতি ধীরে আলিঙ্গন করে,
কথা কহে সকরুণ স্বরে,
কানে কানে বলে “হায় হায়!”
কোমল কপোল দিয়া কপোল চুম্বন করি
অশ্রুবিন্দু সুধীরে শুখায়।

৪৫