পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত

প্রাণের পাখীর গান দিয়াছে থামায়ে,
বেড়াত যে সাধগুলি মেঘের দোলায় দুলি,
তাদের দিয়েছে হায় ভূতলে নামায়ে।
ক্রমশই বিছাইছে অন্ধকার-পাখা,
আঁখি হতে সব কিছু পড়িতেছে ঢাকা।
ফুল ফুটে, আমি আর দেখিতে না পাই,
পার্থী গাহে, মোর কাছে গাহে না সে আর।
দিন হল, আলো হল, তবু দিন নাই,
আমি শুধু নেহারি পাখার অন্ধকার।

মিছা বসে রহিব না আর
চরাচর হারায় আমার।
রাজ্যহারা ভিখারীর সাজে,
দগ্ধ, ধ্বংস ভস্ম’পরি ভ্রমিব কি হাহা করি
জগতের মরুভূমি মাঝে?
আজি তবে হৃদয়ের সাথে
একবার করিব সংগ্রাম।
ফিরে নেব, কেড়ে নেব আমি
এতদিন যাহা হারিলাম।
ফিরে নেব সন্ধ্য আর উষা,
পৃথিবীর শ্যামল যৌবন,
কাননের ফুলময় ভূষা।

৬২